আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্দ্যোগে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে।গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ,সমাজ সেবা অফিসার নাজমুল হক।কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম,সরকারি কলেজের প্রভাসক জিয়াউর রহমান প্রমুখ।
এ বছর আলমডাঙ্গা উপজেলা থেকে স্বপ্ন জয়ি মার পুরস্কার পেয়েছেন রাঙামাটির পুলিশ সুপারের মা ও গোবিন্দপুর গ্রামের সম্মভ্রান্ত মুসলিম পরিবারের মীর আবুল হোসেনের কন্যা মোছাঃ লাইলি বেগম।১৯৫২ সালে গোবিন্দপুর জন্ম।তার পিতা একজন শিক্ষক ছিলেন।স্বামী মীর সরোয়ার হোসেন একজন সাদামাঠা ব্যাক্তি।লাইলি বেগমের তিন পুত্র এক কন্যা।সকলকেই সে মানুষ করেছেন।গতকাল আলমডাঙ্গার স্বপ্নজয়ি মা হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার গ্রহন করেছেন।তার ছেলে পুলিশ সুপার মীর আবু তৌহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে লিখেছেন,
একজন সন্তান হিসেবে মায়ের স্বপ্ন পূরণ করে মা’কে সম্মানে ভূষিত করার মতো এতো আনন্দ পার্থিব জীবনে আর হয়না।সকলের নিকট আমার মায়ের সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনার প্রার্থনা জানায়।
Discussion about this post