আমাদের সংবাদ ডেস্ক: আজ বেলা তিনটায় যশোর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে হৈবতপুরে মৎস্য জীবী লীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাদশা, জেলা মৎস্য জীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, লিটন মিয়া, ওহিদুল পাটোয়ারী, লাবলু মিয়া, মুক্তার হোসেন, জুয়েল হোসেন ও ইউনুস সরদার প্রমুখ। পরে এক আলোচনা সভায় যশোর জেলা মৎস্য জীবীলীগের সভাপতি মোঃ আবু তোহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মৎস্য জীবী দের ভাগ্য উন্নয়ন করার জন্য আওয়ামী মৎস্য জীবী লীগ গঠন করেছেন। বিগত করোনা সংকট কালে সাধারণ মৎস্য জীবী ও জেলে দের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে অসহায় মৎস্য জীবী দের মাঝে খাদ্য সামগ্রী, খাবার স্যালাইন ও হাতধোয়া সাবান বিতরণ করা হচ্ছে। আলোচনা সভা শেষে কার্ডধারী জেলেদের মাঝে চাউল, ডাল, আটা, তেল সহ নগদ অর্থ বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা। বার্তা প্রেরকঃ শাহীদ ইমরান সবুজ সাধারণ সম্পাদক সদর উপজেলা মৎস্য জীবী লীগ
স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরের কার্যালয় সহ আশ পাশের সিটি কর্পোরেশনের জায়গায় গড়ে উঠা দোকান পাঠ সিলগালা করে দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। নিচ তলায় থাকা...
আরও পড়ুন
Discussion about this post