আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়েছে।গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে প্রেসক্লাবের নিজস্ব অফিসে প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়।সভায় চুড়ান্ত ভোটার তালিকা পড়ে শোনান সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম।অনুষ্টান পরিচালনা কালে সম্পাদক সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন প্রেসক্লাবের মেয়াদ শেষ হয়েছে।আপনাদের সকলের মতামতের ভিত্তিতে ও গঠনতন্ত্র মোতাবেক চুড়ান্ত ভোটার তালিকা প্রেসক্লাবে টাঙিয়ে দেওয়া হয়েছে।আজ আবারও পড়ে শোনানো হল,সকল সদস্য শোনার পর ভোটার তালিকা অনুমোদান করেন।এর পর উন্মুক্ত আলোচনা করা হয়।আলোচনায় বক্তব্য রাখেন প্রতিষ্টাকালিন সদস্য ও সহ- সভাপতি মৌলভী আবুল কাশেম,সহ-সভাপতি জামসিদুল হক মুনি,সহ-সভাপতি আনোয়ার হোসেন,সহ-সভাপতি শেখ শফিউজ্জামান,সহ-সম্পাদক রুনু খন্দকার,কে এ মান্নান,প্রতিষ্টাকালিন সদস্য আবুল কাশেম টুকু,ভারপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক কাইরুল মামুন,সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস,সদস্য জামিরুল ইসলাম,শাহাবুল ইসলাম,প্রশান্ত অধিকারি,সদস্য গোলাম সরোয়ার সদু,সৈযদ সাজেদুল হক,আব্দুর রাজ্জাক,ধর্মিয় সম্পাদক গোলাম রহমান চৌধুরি,সালাউদ্দিন মুক্তার,সহ মোট ২২ জন বক্তব্যে অংশ নেন।সকলে এক সম্পাহের মধ্যে নির্বাচন করার দাবী জানান।সে লক্ষে আগামি সপ্তায় আলমডাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে পরবর্তি তারিখ সহ সভা আহবান করা হবে বলে সভাপতি সকলকে অবহিত করেন।
স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরের কার্যালয় সহ আশ পাশের সিটি কর্পোরেশনের জায়গায় গড়ে উঠা দোকান পাঠ সিলগালা করে দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। নিচ তলায় থাকা...
আরও পড়ুন
Discussion about this post