নিজস্ব প্রতিবেদক: ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালাচ্ছে ওয়ার্ড এর প্রতিটি অলিগলিতে
সম্প্রতি এডিস মশার কারণে পুরো ঢাকা শহর নাজেহাল, আজ ঢাকা শহরের ঘরে ঘরে ডেঙ্গু রোগে আক্রান্ত। হসপিটালেও বেড খালি নাই, মৃত্যুর ও রোগীর সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে। এই অবস্থায় ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলর-ই নাজেহাল। জনমনে ধারণা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরগণ বসে বসে আঙ্গুল চুষছে। কিন্তু ৩৩ নং ওয়ার্ডের চালচিত্র পুরোপুরি অন্যরকম।
৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর নিজ উদ্যোগে একটি টিম গঠন করেছেন, এই টিমের কাজ হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কারো ফুলের টবে পানি আছে কিনা, বাড়ির চারপাশ পরিষ্কার আছে কিনা পর্যবেক্ষণ করছেন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ডোবা ও নর্দমায় কীটনাশক ছিটানো সহ মানুষকে সচেতনামূলক ইত্যাদি পর্যবেক্ষণ করছেন।
৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আসিফ আহমেদ
হসপিটালে গিয়ে রোগীদের খোঁজখবর নেওয়া । ডেঙ্গু নিধনে তিনি মাঠের কর্মীদের সাথে ওয়ার্ডের সকলের খোঁজ খবর রাখছেন।
দৈনিক আমাদের সংবাদ পত্রিকা’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা আমাদের মত চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে জনগণ যদি সচেতন না হয় তাহলে আমাদের আর তেমন কিছুই করার থাকবেনা। আমিতো মাঠে নেমেছি আগামী মঙ্গলবার মেয়র সাহেব কে নিয়ে একসাথে কাজ করার পরিকল্পনা করছি।
আসিফ আহমেদ সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই সচেতন হোন, ফুলের টপ ও বাড়ির আঙিনা আশেপাশের ডোবার নর্দমা এগুলো সব পরিষ্কার রাখুন। কোথাও যেনো পানি জমে না থাকে। যাতে করে এডিস মশা বংশবিস্তার করতে না পারে। এবং আমার ওয়ার্ডের সকল জনগণের জান মাল রক্ষার্থে, আমি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।
Discussion about this post