স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে দুই শারীরিক প্রতিবন্ধী কে হুইলচেয়ার ও এক অসহায় বিধাব নারীকে সাম্বারসিবল উপহার দিয়েছে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ¦ মোঃ কামরুল আহসান সরকার রাসেল। রবিবার গাজীপুর রাসেল সরকারের বাসভবনে ১২নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী মোঃ তৌহিদ ও ১৮নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী মোসাঃ নুরজাহান বেগম কে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। পরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের জয়েরটেক এলাকার মরহুম রহমানের বিধবা স্ত্রী মোসাঃ রেবেকা বেগম কে একটি সাম্বারসিবল উপহার দেন তিনি। এসময় গাজীপুর মহনগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলহাজ¦ কামরুল আহসান সরকার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগ সব সময় অসহায়দের পাশে আছে, পাশে থাকবে। গাজীপুর মহানগরে যুবশক্তিকে এক করে অসহায় ও দুঃস্থ মানুষের নানা সমস্যা ও অভাব লাঘবে কাজ করছে। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে আজকের এই কার্যক্রম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছেন। তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপ নিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট এই চলমান উন্নয়ন যাত্রা বেগবান করতে সকলের প্রতি অনুরোধ রইলো।
Discussion about this post