স্টাফ রিপোর্টার : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর গাছা থানার নবনিযুক্ত ওসি ‘শাহ আলম’ গাছা থানা এলাকার মাদক সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। ইতিমধ্যেই মাদক সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে শুরু হয়েছে কঠর নজরদারি। ওসি শাহ আলম বলেন, বুকে হাত দিয়ে বলতে পারি মাদক, জুয়া, চাঁদাবাজিসহ যে কোনো ধরনের অবৈধ অর্থ আমি কখনো গ্রহণ করিনি, কোনোদিন করবো না। অন্যায়ের সঙ্গে আপোসও করবো না। যেখানেই অপরাধ সংগঠিত হবে সেখানেই আইন প্রয়োগ করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন। গাছা থানা হবে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত। সরেজমিনে দেখা যায়, একজন সেবা প্রার্থী ওসি কক্ষে প্রবেশ করতে অনুমতি চাইলে ওসি বলেন, আমি আপনাদের সেবক। ভেতরে আসতে অনুমতির প্রয়োজন নেই, ভেতরে আসুন। নবনিযুক্ত ওসি শাহ আলম যোগদানের পর থানা ফটক ও ওসি কক্ষের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আচরণে থানায় আসা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। আর এই সবটাই হচ্ছে নবনিযুক্ত ওসির সৎ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার সুফল। সেবা নিতে আসা একাধিক সেবা প্রার্থী বলেন, ওসি শাহ আলম থানায় যোগদানের পর সব শ্রেণির মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। সব শ্রেণি পেশার মানুষকে পুলিশের সেবার আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে চেষ্টা করছে। আমরা আশা কারি সব অপরাধীদের জিরো টলারেন্স নীতির অনুসরণ করে বিভিন্ন অপারেশন পরিচালনা করে মাদক কারবারিসহ অনেক গুরুত্বপূর্ণ অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে স্বক্ষম হবে নবনিযুক্ত অফিসার ইনর্চাজ শাহ আলম।
Discussion about this post