স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে কিছু দুষ্কৃতকারী মিথ্যা তথ্য দিয়ে তাদের মধ্যে অসন্তুস সৃষ্টি করে নানা প্রকার ভাঙচুর অগ্নি সন্ত্রাস সৃষ্টি করার পাঁয়তারা করছে। সেই লক্ষ্যে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় । এই সুযোগটা যেন আর কেউ নিতে না পারে সেজন্য গার্মেন্টস শ্রমিকদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আজ গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে চারটি গার্মেন্টস ফেডারেশনের নেতৃবৃন্দ সাথে এক জরুরী মতবিনিময় সভা করেন মতবিনিময় সভায় নেতৃবৃন্দের কাছে যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন কিছু দুষ্কৃতিকারী গার্মেন্টস শ্রমিকদের ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছেন এবং অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন। এ ধরনের ঘটনার যেন আর না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কস ফেডারেশনের সভাপতি সৈয়দ আব্দুল জলিল, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তনু, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post