স্টাফ রিপোর্টার : এই পার্থিব জীবনের জন্য ভালোভাবে বসবাস করার তাগিদে আমরা কতই না দালান কোঠা তৈরি করি কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই দালানকোঠায় থাকতে পারিনা। পরকালের জীবন যে অনন্তকালের যে জীবনের শুরু আছে শেষ নেই। সেই জীবনের জন্য আমরা কেউই চিন্তা করি না সেখানে থাকার জন্য যে একটি ঘর তৈরি করা দরকার এই বিষয়টি আমরা কেউই চিন্তা করি না। কিন্তু এই বিষয়টি উপলব্ধি করে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু সাঈদ মন্ডল তার নির্বাচনের আগে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে ১৬ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি গন কবরস্থানের জন্য সেই প্রত্যাশা পূরণ করবেন। করলে ন ও তাই। তিনি নির্বাচিত হয়েই তার জীবনের প্রথম কাজ শেষ বেলায় মানুষের বিদায় বেলায় যেন একটি পরিপূর্ণ শান্তিতে থাকার জন্য এলাকাবাসী নিজস্ব একটি মাটির ঘর পায় সেজন্যই তিনি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে ১৬ নং ওয়ার্ডের বারবৈকা এলাকায় প্রায় এক বিঘা জমি কিনে দিয়েছেন। এই মহান উদ্যোগের জন্য এলাকাবাসী আজ গর্বিত। গত দুই নভেম্বর বারবৈকা এলাকায় যখন স্থায়ী কবরস্থানের জন্য জায়গা উদ্বোধন করতে যান তখন দেখা যায় শতশত মানুষের চোখে অশ্রু জরছে এটা আনন্দের অশ্রু এটা কৃতজ্ঞতার অশ্রু কারণ অত্র এলাকায় যুগে যুগে বহু চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এলাকাবাসীর দায়িত্বে ছিলেন কিন্তু কেউই একটি কবরস্থান তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন নাই। কিন্তু আবু সাঈদ মন্ডল বয়সের সবার থেকে ছোট তার মাথায় একটি চিন্তা এল মানুষের জন্য কিছু করার সেই চিন্তা থেকেই এই গণ কবর স্থানের ব্যবস্থা করে দিলেন ।আবু সাঈদ মন্ডলকে ধন্যবাদ জানানোর ভাষা জানা নেই তবে এতটুকু বলতে পারি আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন বাকি জীবন যেন মানুষের খেদমতে এভাবেই পাশে থাকতে পারেন। উক্ত কবরস্থানটি মিলাদ ও দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন সরকার রিপন সহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক বক্তব্যে আবু সাঈদ মন্ডল বলেন আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল দিঘির চালা ,পালের পাড়া মীর বহর এলাকার মানুষের শেষ ঠিকানার যাওয়ার জন্য একটি কবরস্থান সেটি আমি করতে পেরেছি তার জন্য মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারি। সবেমাত্র জমির ব্যবস্থা হয়েছে এর অবকাঠামো তৈরীর জন্য আরো অনেক কিছু বাকি আছে সেগুলো সম্পূর্ণ করতে আপনাদের সহযোগিতা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন।
Discussion about this post