স্টাফ রিপোর্টার :গাজীপুর টঙ্গীতে পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ড গড়তে এবং রাস্তায় অবৈধ হকার মুক্তসহ নানান বিষয় নিয়ে সমাজের সুশিল নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: বিল্লাল হোসেন মোল্লা। গাসিক টঙ্গীর (সাবেক পৌরসভা) আঞ্চলিক অফিসের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে। এ সময় যুবলীগ নেতা মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: বিল্লাল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতী লীগের সভাপতি সিরাজুল হক, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির নেতা বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ফখরুল ইসলাম ভূঁইয়া, রোটারিয়ান শাহাবুদ্দিন, মতিউর রহমান মতি, আমির হোসেন, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মহিলা লীগ নেত্রী শিউলি, যুবলীগনেতা রবিউল হোসেন দুলু, মোস্তাকিম রহমান নাহিদ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সংস্কৃতি কর্মী শাহজাহান শোভন, সিনিয়র সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, প্রমুখ। মতবিনিময় সভায় কাউন্সিলর হাজী মো: বিল্লাল হোসেন মোল্লা বলেন, আমি একটি পরিচ্ছন্ন ওয়ার্ড গঠনে সকলের সহযোগিতা কামনা করছি। তিনি ৫৪নং ওয়ার্ডবাসিদের উদ্দেশ্য করে বলেন, আমরা যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলবো না ও পরিবেশের ক্ষতি করবো না। তিনি আরো বলেন আমরা লোকজনের চলাচলের রাস্তায় যেনো অবৈধ ভ্যান গাড়ি বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে কেউ যেন ব্যবসা করতে না পারে এজন্য কাউন্সিলর সকলকে সাথে নিয়ে কাজ করতে চান। এবং এই ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে চান কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা। তিনি বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে রাস্তাঘাট, স্যুয়ারেজ লাইনসহ সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। এছাড়া আমার নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই বিষয়ে তার নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যেতে চাই।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post