টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে গাড়িতে আগুন দিতে যাওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান। সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রদল নেতা হলেন—সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। নয়ন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। টঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রল বোমা দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের আটক হন ছাত্রদল নেতা সাইফুল। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন,ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে পেট্রল বোমা উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post