স্টাফ রিপোর্টার : দেশ ব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে থেকে দিন ব্যাপি গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল। এসময় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মতি বলেন, আমরা কোনভাবেই বিএনপি-জামায়াতের এই আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিবোনা। তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আমরা মাঠে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। জনগণও এই অবরোধ প্রত্যাখান করেছে। এই বাংলাদেশে আর কোন ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।যারা এদেশের বিরুদ্ধে, ও বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে হাওরাঞ্চলসহ সারাদেশের চিত্রই পাল্টে গেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশে^ উন্নয়নের রোল মডেল।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post