স্টাফ রিপোর্টার : গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরী ঘোষণা ও শ্রম অসন্তোষ নিরসণ কল্পে গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউল আলমের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজিত মতবিনিময় সভায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী। উনি ক্ষমতায় আসার পর ৩ বার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন। শ্রমিক কল্যান ফান্ড করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারেন।উনি যতক্ষণ রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন ততক্ষণ আপনাদের কল্যানেই কাজ করে যাবেন।আমি রাষ্ট্র নায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আপনাদের অনুরোধ করছি আপনারা ফ্যাক্টরীতে গিয়ে কাজ শুরু করুন। হেলমেট বাহিনী, হাফপ্যান্ট বাহিনীর হাত থেকে শিল্পকে বাঁচান। তিনি বলেন,আসুন আমরা আপনারা সকলে মিলে ওদের প্রতিরোধ করে গার্মেন্টস শিল্পকে রক্ষা করি।
Discussion about this post