কবিতা ইসলাম : গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় ৭০ বছরের এক দাদীকে ধর্ষণের মামলায় তার ২০ বছর বয়সী নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুবাইল থানার ওসির মোহাম্মদ কামরুজ্জামান জানান, রোববার বিকেলে পুবাইল থানার মেঘডুবি মুন্সিবাড়ি এলাকায় ৭০ বছর বয়সী বিধবাকে বসতবাড়ি একা রেখে পরিবারের লোকজন অন্যত্র বিয়ের দাওয়াতে যায়। এসময় বৃদ্ধার আপন ছেলের ঔরসজাত নাতি দাদীর শয়নকক্ষে ঢুকে দাদীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ির লোকজন ফিরে আসলে বৃদ্ধা ধর্ষণের ঘটনাটি তার স্বজনদের কাছে খুলে বলেন। সোমবার ভিক্টিমের মেয়ে বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে এদিন বিকেলে নাতিকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । নাতিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয় আদালত তাকে জেলহাজতে পাঠায়।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post