জাহিদ হাসান জিহাদ : গাজীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণে চেক, যাতায়াত ভাতা, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্মার্ট যুব সমৃদ্ধির দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে এবার আমরা যুব দিবস পালন করছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যুবকদের উদ্দেশ্য করে বলেছিলেন আমি আমার বস হবো, আমি কাজ দেবো। আমার মধ্যে যে শক্তিটা আছে সে শক্তি কাজে লাগাবো। কেন আমি চাকরি পিছনে ছোটবো, আমি এমন কিছু করবো যে যা করলে আমিই আট দশজনকে কাজ দিতে পারবো। আমি সে প্রক্রিয়া কাজে লাগানো। সে চিন্তা মাথায় রেখেই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ পরে যায় এবং আমাদের যুবরা কিভাবে আর্তকর্মসংস্থানের পথ বেছে নিতে পারে, যুবরা কিভাবে উদ্যোক্তা হবে, কিভাবে নিজের পায়ে দাড়াবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম গুলো গ্রহণ করি। এপর্যন্ত আমরা প্রায় ৬৯ লক্ষ্য যুবকদের ট্রেনিং দিয়েছি এবং সেখান থেকে এখন লক্ষ লক্ষ যুবক কর্মসংস্থান খুঁজে পেয়েছে। শনিবার সকালে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহরুজ্জামান, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ডা. জহিরুল ইসলাম, গাজীপুর যুব উন্নয়নের উপ পরিচালক হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এড. মোঃ আব্দুল হাদী শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন, মঞ্জুরুল আলম মিলন। এসময় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল প্রমুখ। অনুষ্ঠানে গাজীপুর যুব উন্নয়ন এর প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ঋণ, যুব ভাতার চেক ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
Discussion about this post