জাহিদ হাসান জিহাদ : গাজীপুরের টঙ্গীতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৭৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা মিলাদ মাহফিল,দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার টঙ্গীর নিউ মেঘনা টেক্সটাইল মিল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়া।
মেঘনা টেক্সটাইল মিলস্ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাহিদ আল মামুনের সভাপতিত্বে এবং ব্যাবস্থাপন পরিচালক মোঃ সালাহ উদ্দিনের পরিচালনায় আয়োজিত শহীদ আহসান উল্লাহ স্যার এর জীবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, টঙ্গী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, পুবাইল কলেজ অধ্যক্ষ মোঃ কাইয়ুম খান,বঙ্গবন্ধু কলেজ গাছা অধ্যক্ষ মোঃ মনির হোসেন, হায়দারাবাদ রমনী কুমার পৈএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবেদ ইকবাল, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হাসান, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নত আলী, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর হক, শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মতিউর রহমান বিকম,নিউ মন্নু ফাইন কটন মিলস্ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, মুফতী মাসউদুল করিম, মুফতী মাওলানা কামরুজ্জামান সাদি,মুফতী মাওলানা ফয়সাল উদ্দিন, হাফেজ মাওলানা কেরামত আলী, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, মুফতি মাওলানা সাইদুল রহমান, আলহাজ্ব মুফতী মোঃ শামসুদ্দিন খন্দকার প্রমুখ ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আপনারা দেখছেন বর্তমানে বিএনপি কিভাবে আন্দোলনের নামে পুলিশ,সাংবাদিক,সাধারণ মানুষ কে পিটিয়ে হত্যা করছে। ঠিক আজকের দৃশ্যপটের মত ২০০৪ সালে ও ২০০৬ সালের দিকে হত্যা আগুন সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল বিএনপি। তাদের নির্মমতার সাক্ষী শহীদ আহসান উল্লাহ মাস্টার, তার সাথে নিহত স্কুল ছাত্র রতন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির হত্যা মামলার প্রধান স্বাক্ষী সুমন। তারা দেশে আগুন সন্ত্রাস আর লুটপাট করেনি। তারা দেশে শান্তি নষ্ট করতে সব সময়ই জঙ্গি ও সন্ত্রাস বাহিনীদের দিয়ে দেশে বোমা হামলা জ্বালাপোড়াও এর রাজনীতি করেছে। এখনো অতীতের পথেই বিএনপি হাঁটছে। এসকল সন্ত্রাসী বাহিনীদের আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অবাঞ্চিত ঘোষণা করার অনুরোধ করছি। আয়োজিত আলোচনা মিলাদ মাহফিল,দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান শেষ মিল কর্তৃক আয়োজন বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
Discussion about this post