স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মামুনুল করিমের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের পরিচালনায় শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, সাবেক সদস্য আব্দুল হাদী শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডঃ রীনা পারভিন, গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাবেদ আলী জবে,২৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডঃ আয়েশা আক্তার, আওয়ামী লীগ নেতা মোঃ আফসার উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ বশির উদ্দিন, মোঃ হারুনুর রশিদ, কাজী বাবুল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল প্রমুখ। খেলায় গাজীপুর মহানগর ক্রীড়া সংগঠন ২ /০ গোলে গাজীপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গাজীপুর মহানগর ক্রীড়া সংগঠন। আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
Discussion about this post