স্টাফ রিপোর্টার : গাজীপুরে টঙ্গীতে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে এক ফুচকা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফুহাদ হাসান।অভিযুক্তরা হলেন, নবগঠিত টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আহমেদ (২৭), তার সহযোগী আরামান (২১)। এছাড়া অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।ভুক্তভোগী ফুয়াদ হাসান গত দেড় বছর ধরে টঙ্গী পশ্চিম থানা এলাকার সফিউদ্দিন সরকার একাডেমি রোডের পাশে ফুচকা-চটপটির ব্যবসা করছেন। পাশাপাশি তিনি টঙ্গী সরকারি কলেজে পড়াশোনা করছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত দেড় বছর ধরে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি রোডের পাশে ফুচকা-চটপটির ব্যবসা করছেন ফুয়াদ। রবিবার দুপুর আড়াইটার দিকে ছাত্রনেতা আকাশ, সহযোগী আরামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ফুয়াদকে মারধরে আহত করেন তারা।ভুক্তভোগী ফুয়াদ হাসান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সফিউদ্দিন একাডেমির পাশে একটি ছোট টং দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে ফুচকা-চটপটি বিক্রি করেছি। এখানে ব্যবসা করতে কখনোই কেউ টাকা দাবি করেনি। কিন্তু রবিবার দুপুরের দিকে ছাত্রলীগ নেতা আকাশ সহযোগী আরমানসহ কয়েকজন নিয়ে এসে আমার দোকানে এসে টাকা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হলে আকাশের নেতৃত্বে তার সঙ্গীরা আমার ওপর হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।’এদিকে চাঁদা না পেয়ে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বলছেন, নবগঠিত কমিটি নেতাকর্মীরা যদি চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যায়, তাহলে আগামীতে খুব খারাপ দিন দেখতে হবে দলকে।অভিযোগ বিষয়ে জানতে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এ সময় তিনি ‘একটা প্রোগ্রামে আছিন, সাক্ষাতে কথা বলব’ বলে জানান। এ বিষয়ে জানতে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সোমবার একাধিকবার বারবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।জানতে চাইলে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু বলেন,আমি বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি, এমন কোনো ঘটনা থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। আমরা অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post