স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গাজীপুরে টঙ্গীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয় থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল টঙ্গী টঙ্গী স্টেশন রোড ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এসময় তারা নৌকার পক্ষের স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহান আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তি যোদ্ধা ফজলুল হক, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু,৫৪ নং ওয়ার্ড কাউন্সির বিল্লাল হোসেন মোল্লা, ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, গাজীপুর মহানগর সেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু,টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবী লীগ নেতা কাজী মনজুর, হুমায়ুন কবির বাপ্পি, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব,টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজাদৎ সেলিম লিটন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম তুষার প্রমুখ।
আনন্দ মিছিল ও সমাবেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু এখন তাদের মাঠে পাওয়া যাচ্ছে না। আন্দোলনের নামে তারা চোরাগুপ্তা হামলা করেছে। তবে এভাবে তারা নির্বাচন বানচাল করতে পারবে না। জনগণ জেগে উঠেছে। ভোটের মাধ্যমে তারা তাদের প্রত্যাখান করবে।
Discussion about this post