স্টাফ রিপোর্টার : নিজের পকেটের টাকা খরচ করে সড়কের খানাখন্দ ঠিক করে দিয়েছেন গাজীপুর সদর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ও তরুন সমাজকর্মী জাহাঙ্গীর আলম জিকু। শনিবার নগরীর ৩১ নং ওয়ার্ডের পেয়ারা বাগান রোডের বড় বড় গর্তের সংস্কার করেন তিনি।জানা গেছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও জনগণের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নিয়েছেন। তার এ কাজের প্রশংসা করছেন স্থানীয়রা। জাহাঙ্গীর আলম জিকু বলেন, মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাকে মানুষের সেবা করার তৌফিক দান করেছেন, তারি ধারাবাহিকতায় আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের ভারারুল চৌরাস্তা, চন্দের বাজার রাস্তার বিভিন্ন অংশের এবং ২৯ নং ওয়ার্ডের পেয়ারা বাগান রাস্তা সহ আমাদের গাজীপুর সদর হাসপাতালে যাওয়ার রাস্তাটির বিভিন্ন জায়গায় অনেক গর্ত হয়ে গেছে। যার কারনে এই রাস্তাটি দিয়ে বিভিন্ন সময় অনেক গাড়ি গর্তের ফেঁসে যায়,অনেক সময় রাস্তা খারাপ থাকার ফলে অসহায় মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক হাসপাতালে যাতায়াতের জন্য অনেক ধরনের বিপাকে পড়তে হয়। সাধারণ জনগণের চলাচলে অসুবিধা হয় তাই এই মানবিক দিক বিবেচনা করে আমাদের ৩১ নং ওয়ার্ডের এবং ২৯ নং ওয়ার্ডের হাজার হাজার জনগণের কথা চিন্তা করে আমি এই রাস্তা সংস্কারের জন্য ইট,পাথরের খোয়া দিয়ে এ রাস্তাটির বিভিন্ন অংশে ফেলে জনগণের চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করেছি ।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ডের গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ণিল সাজে...
আরও পড়ুন
Discussion about this post